প্রীতম মাহমুদ, পিবিএ, নারায়ণগঞ্জ: আওয়ামীলীগ নেতা ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, পোষাকধারী সন্ত্রাসীদের মানুষ দেখতে চায় না। কর্মীসভা করেন, কাউকে ভয় পাবেন না। নির্ভয় নিজ নিজ এলাকায় অবস্থান করেন। আমরা সিনিয়র নেতাদের সাথে বসে, যে সকল কর্মসূচি দিবো, আপনারা তা পালন করবেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ পরিবারের বিরুদ্ধে ধ্বসের চক্রান্তর বিরুদ্ধে রুখে দাড়াও শীর্ষক জরুরী কর্মীসভায় তিনি এসব মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, আপনার কি ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে না ? অবশ্যই জানেন। আগামী ১০-১২ দিনের মধ্যে টের পাবেন। কারো পদত্যাগ করতে হবে না, দরকার হলে আমি একা করবো ।
তিনি বলেন, খোদার কসম যদি কোন ব্যবসায়ী, জনসাধারণ, নেতাকর্মী ও সাংবাদিকদের খোঁচাবেন, তাহলে অগ্নিদগ্ধ জন বিস্ফোরণে ধ্বংস হয়ে যাবেন।’ জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে আমি পতাকা ছিড়ে ফেলেছি, গুলি করেছে, খালেদা জিয়া নারায়ণগঞ্জে এসে আমাদেরকে খুজেছিলো, দেখিয়ে দিয়েছি । পালাবার পথ পায় নাই ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, আপনেরা টেনশনমুক্ত থাকেন। নিজ নিজ এলাকায় থাকেন। এরপরও যদি আমার কোনো নেতাকর্মীদের অযথা হয়রানি করা হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো টেনশনের দরকার নাই। এরপরও যদি কেউ খেলতে চায় তাহলে খেলা হবে।অগ্নি দেখেছেন অগ্নির স্ফুলিঙ্গ কিন্তু দেখেন নাই। এরপরও যদি খেলা হয় তাহলে ২৪ ঘণ্টা না ৬ ঘণ্টার নোটিশ দেব। তবে, চিন্তা কইরেন না। খেলাখেলির দরকার নাই। খেলার আগেই খেলা শেষ হবে ইনশাল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা, সহ সভাপতি চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সেক্রেটারী শওকত আলী, বন্দর আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা কৃষক লীগের সেক্রেটারী ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ ।
পিবিএ/এমএসএম