পিবিএ, কুড়িগ্রাম : দক্ষ চালক গড়ে তোলার লক্ষে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে জনসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এড. এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ।
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, পিটিআই ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সুপার আলতাফ হোসেন, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাছেল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে যোগসূত্রের মূল চালিকা শক্তি পরিবহন খাত বরাবরই নিন্দিত হয়ে আসছে। অথচ সরকার শ্রমিকদের শ্রম আইনে নিয়োগপত্র, পরিচয়পত্র, কর্মঘন্টা, বিশ্রাম, মজুরী কাঠামো, অবসর, পেনশন ভাতা নিয়ে কোন দিক নির্দেশনা নেই। সড়কে নানান সমস্যার পরও যাত্রীদের প্রয়োজনীয় সেবা দিয়েও অনেক সময় শ্রমিকদেরকে প্রতিপক্ষের কাঠগড়ায় তুলে দেয়া হয়। এজন্য শ্রমিক ইউনিয়ন থেকে ৮টি প্রস্তাবনা তুলে ধরেন তারা। এসব প্রস্তাবনা নিয়ে সরকার কাজ করলে দেশে দুর্ঘটনা কমে যাবে। দক্ষ জনশক্তি এই পেশায় চলে আসবে। সেবার মান বাড়বে। সরকারও লাভবান হবে।
পিবিএ/এমইবি/এমএসএম