পিবিএ,ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ইংরেজি দৈনিক নিউ নেশনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রায়হানুল ইসলাম আবির সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাহদী আল মুহতাসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে সহকারী নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি নতুন কমিটি ঘোষণা করেন। বিকল্প প্রার্থী না থাকায় সমিতির কার্যনির্বাহী পরিষদের ৯টি পদেই নেতৃত্ব নির্ধারিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়৷
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক সম্রাট ও আরেকজন সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম৷
৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের আবু রাকিব, যুগ্ম সম্পাদক পদে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) মো. ইমরান হোসেন, অর্থ সম্পাদক পদে মানবজমিনের মুনির হোসাইন, দপ্তর সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের কবির কানন, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের ইসমাঈল হোসেন, ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের আবদুর রাজ্জাক সোহেল ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাজ্জাদুল কবির।
গতকাল শনিবার (০৬ এপ্রিল) বিকেল ৫টায় ফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার মাহবুব রনি ছাড়াও আরেক নির্বাচন কমিশনার রিয়াদুল করিম, সমিতির বিদায়ী কমিটির সভাপতি এ আর এম আসিফুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শনিবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল৷ কিন্তু সেদিন ইলেকশন নাকি সিলেকশন—এই দ্বন্দ্বে সদস্যদের দুই পক্ষের সংঘর্ষে নির্বাচন সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়৷
সমিতিতে মূলত দুটি পক্ষ রয়েছে৷ একটি পক্ষে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা, অন্য পক্ষে রয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা৷ সমিতির ৪১ জন সদস্যের মধ্যে এবার ২০ জন রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আর ২১ জন রয়েছেন অন্যান্য বিভাগের৷ সমিতির প্রথা মেনে পক্ষভিত্তিক সমঝোতার ভিত্তিতে আজ শনিবার আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব পেল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি৷
পিবিএ/এফএস