দগ্ধ ছাত্রী যন্ত্রণায় আইসিইউতে কাতরাচ্ছে, অবস্থা আশঙ্কাজনক

পিবিএ, ঢামেক : ফেনীর দগ্ধ মাদ্রাসা ছাত্রীর নুসরাত জাহান রাফির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল। আজ সকালে সাংবাদিকদের তিনি বলেন মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে। তার শরীরের ৭৫ ভাগ দগ্ধ হয়েছে। তবে তার শ্বাসনালী দগ্ধ নেই।
মাদ্রাসা ছাত্রী রাফির ভাই রাশেদুল হাসান রায়হান বলেন, রাফির অবস্থা খুব একটা ভালো না। অসহ্য যন্ত্রণায় আইসিইউ’র বিছানায় কাতরাচ্ছে সে। কোন কিছুই খেতে পারছে না। কারো সাথে কথাও বলতে পারছে না শুধু যন্ত্রণায় এপাশ-ওপাশ হচ্ছে।
তিনি বলেন, ডাক্তাররা তাকে খাওয়ানোর জন্য খাবারে লিস্ট দিয়েছেন। সে অনুযায়ী তাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে কিছুই খাওয়ানো যাচ্ছে না তাকে।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...