গোপালগঞ্জে কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত

পিবিএ, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গেগেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে উঠতি ফসলের। এছাড়া টিন চাপা পড়ে মারা গেছে কয়েক হাজার মুরগীর বাচ্চা।

শনিবার রাতে গোপালগঞ্জের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায় এতে সদর উপজেলার ও কোটালীপাড়া উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশ কয়েকটি পল্টি ফার্মের টিন চাপা পড়ে কয়েক হাজার মুরগীর বাচ্চা মারা গেছে।

ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে পড়ে। গাছ ভেঙ্গে পড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন স্থানে ধানসহ ফসল ও আমের ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, কালবৈশাখী ঝড়ে ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে।

পিবিএ/বিএস/এমএসএম

আরও পড়ুন...