
পিবিএ, চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ সালাউদ্দিন রাজু (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার সকালে থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। শনিবার রাতে উপজেলার শাশিয়ালী এলাকায় অভিযান চালিয়ে আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২১০০ পিস ইয়াবা ও নগদ বত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত রাজুর মাদক ব্যবসার নেটওয়ার্ক অনেক বড় বলে জানায় পুলিশ।
প্রেসব্রিফিংয়ে তিনি আরো জানান, গত ২১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ফরিদগঞ্জ থানায় ১৮টি মামলা দায়েরসহ ১৮জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় মোট ২৩৮২ পিস ইয়াবা, ২ কেজি ২শত গ্রাম গাঁজা ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করে। এছাড়া ৪ মাদক সেবীকে পুর্ন:বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এসময় ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) অহিদুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পিবিএ/জেডআই