বিশ্বকে গনতন্ত্র শিখিয়েছে তুরস্ক: এরদোগান

একে পার্টি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

পিবিএ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বিশ্বকে গনতন্ত্র শিখিয়েছে তুরস্ক।

উল্লেখ্য, সম্প্রতি অনু্ষ্ঠিত তুরস্কের স্থানীয় নির্বাচনে কয়েকটি কেন্দ্রের ফল চ্যালেঞ্জ করেছিল দেশটির ক্ষমতাসীন দল।নির্বাচনি ফলাফলকে অনেক জায়গায় বিরোধী দলও চ্যালেঞ্জ করেছিল এবং এই চ্যালেঞ্জ করাটাও গণতান্ত্রিক অধিকার।

কিন্তু এরদোগানের দলের স্থানীয় নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার ঘটনায় পশ্চিমা দেশগুলো বিবৃতি দেয়। ভোটের ফল মেনে নিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া বিজয়ীরা স্বাধীনতভাবে যাতে ম্যান্ডেট বাস্তবায়ন করতে পারেন, সেই সুযোগ দিতে আঙ্কারার কাছে আহ্বান জানিয়েছে তারা।

পাশ্চিমাদের এসব মন্তব্য প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে নিজের জায়গায় ভালো থাকার পরামর্শ দেন এরদোগান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। অথচ সারা বিশ্বকে গণতন্ত্রের পাঠ দিয়েছে তুরস্ক।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...