দাউদকান্দি গৌরীপুর-হোমনা সড়ক মেরামতের দাবিতে সড়ক অবরোধ

মনির হোসেন, পিবিএ, কুমিল্লা : দাউদকান্দি গৌরীপুর- হোমনা সড়কের গৌরীপুর অংশে ১ কিলোমিটার ভাঙ্গা সড়ক মেরামতের দাবিে সিএনজি চালিত অটোরিক্সা শ্র্রমিকরা সড়কটি রোববার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। বিভিন্ন গাছের গুড়ি,বিদ্যুতের পুল ও গাড়ী আড়াআড়ি করে রাস্তায় রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধের দাবির প্র্রতি সমর্থন জানিয়ে স্থানীয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ,ভয়েজার স্কুল এন্ড কলেজ ও অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক -শিক্ষার্থীরা কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করে বিভিন্ন শ্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম আইনশৃঙ্খলা বাহিনী সাথে নিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে তিনি গনমাধ্যমকে জানান, সড়কের মেরামত কাজের ওয়ার্ক অর্ডার হয়ে আছে, ২/১ দিনের মধ্যে কাজ শুরু হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষক -শিক্ষার্থীরা চলে গেলেও ধর্মঘটে রয়ে যায় অটোরিক্সার শ্রমিকরা। পরে পুলিশ ধাওয়া ও লাঠি চার্জ করে শ্রমিকদের সরিয়ে দেয়।

আশপাশের খাল গুলো দখল ও ভরাটের কারনে সড়কটি বৃস্টি হলেই জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে। দাউদকান্দি উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র গৌরীপুর। মেঘনা,তিতাস, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলার অধিকাংশ মানুষ এই সড়কটি দিয়ে যাতায়াত করে। সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় এ পথের যাত্রীদের।

পিবিএ/এমএইচ/জেডআই

আরও পড়ুন...