মোঃ নুরুল আমিন,রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু ও কাউখালী উপজেলা থেকে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী ও ১ চাঁদাবাজকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৬ এপ্রিল ) গভীর রাতে উপজেলার
লংগদুর রাজনগরের কাট্টলী এলাকায় থেকে ১টি এসএমসি ও ৪টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী এবং রবিবার (৭ এপ্রিল) ভোর সকালে কাউখালী উপজেলার হারাঙ্গীমুখ পাড়ায় থেকে নগদ ছয় হাজার টাকাসহ একটি মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ১ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
আটককৃতরা হলেন, পূর্ণদেব চাকমা (৩০),মঙ্গল কান্তি চাকমা (৩৫), নরেশ চাকমা (১৯),সরল চাকমা , নেলসন চাকমা ও তরুন বিকাশ চাকমা (২৮)। এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কাউখালী উপজেলার হারাঙ্গীমুখ এলাকায় ইউপিডিএফ’র সশস্ত্র একটি দল অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ভোর চারটায় যৌথবাহিনী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হারাঙ্গীমুখ পাড়ার বিচ্চু চাকমার বাড়ীতে অভিযান চালায়। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র দলের অভি মারমা, শুক্র চাকমা ও অর্পন চাকমা পালিয়ে গেলেও কাউখালী সদর ও আশপাশে চাঁদা আদায়ের দায়িত্বে থাকা কালেক্টর বেতবুনিয়া সোনাইছড়ির কালাবো চাকমার ছেলে তরুন বিকাশ চাকমাকে আটক করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকেনগদ ৬ হাজার টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হকজানান,আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।অপরদিকে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, ইউপিডিএফ প্রসীত দলের একটি সশস্ত্র দল দীর্ঘদিন ধরে উক্ত এলাকা ব্যবহার করে তাদের সশস্ত্রকার্যক্রম পরিচালনা করে আসছিল এবং সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল নৌকাযোগে উক্ত পথে আসার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৬ এপ্রিল ) গভীর রাতেপানি পথে সন্ত্রাসীদের গমনাগমন রাস্তায় ফাঁদ পাতে সেনাবাহিনীর অভিযান দলটি।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে শুরুকরে।ফলে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা নৌকা থেকে ঝাঁপিয়ে পালাবারচেষ্টা করলেও সেনাবাহিনীর তৎপরতায় ঘটনাস্থল থেকে ১টি এসএমসি ও ৪টি আগ্নেয়াস্ত্র এবং একজন আহতসহ মোট ৫ জন সন্ত্রাসীকে আটক করে।
পিবিএ/এনএ/হক