পিবিএ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইলে র্যাব পরিচয়ে কোচ যাত্রীর নিকট থেকে প্রায় ২৪ লাখ টাকা লুটের সাথে জড়িত মাইক্রোবাসের চালক কামাল হাওলাদারকে (৩০) পুলিশ চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে।
রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কামাল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ইদ্রিস আলীর পুত্র। পুলিশ জানায়, শিবালয় থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের আগ্রাবাদ
এলাকার সিংগাপুর মার্কেট থেকে কামালকে গত ৩ এপ্রিল গ্রেফতার করে। এসময় তার বাসা থেকে উদ্ধার করা হয় লুটের ২ লাখ ১৫ হাজার টাকা ও অপরাধে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র্যাবের ভূয়া পোষাক, পরিচয়পত্র, হান্ডকাপের চাবি, টর্চ, সেনা-পুলিশ স্টিকারসহ বিভিন্ন আলামত।
রবিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। কিন্তু ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়াতে বিচারক রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠান।
উল্লেখ্য, গত ৩০ মার্চ সকালে ঢাকা আরিচা মহাসড়কে একটি বাসস্ট্যান্ডের কাছে র্যাবের পোষাক পরিহিত ৫/৭জন কুষ্টিয়াগামী সুবর্ণ পরিবহনের কোচ থামিয়ে ধামরাইয়ের ৪ গরু ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়। এরপর এদের কাছ থেকে ২৪ লাখ টাকা লুটে নিয়ে ওই ব্যবসায়ীদের টাংগাইল এলাকায় রেখে যায়।
পিবিএ/এমআইএম/ জেডআই