পাহাড়ে বিপদগামী সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান

পিবিএ,রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাত খুনের ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরূল হুদা বলেছেন ‘ ‘রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীরা নির্বাচনী দায়িত্বে পালনকারীদের উপর বর্বরোচিত হামলা করেছে। পাহাড়ের দুর্গম জনপদকে ব্যবহার করে স্বশস্ত্র সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে।

এ সময় তিনি পাহাড়ের বিপথগামী সন্ত্রাসীদের অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে এমন হত্যাকান্ড কেউ যাতে পুনরাবৃত্তি না করতে পারে নির্বাচন কমিশন সেই বিষয়ে সর্তক রয়েছে। ভবিষ্যতে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। ’

রোববার বাঘাইছড়িতে নির্বাচনী সহিংতায় নিহতদের স্বজন ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান শেষে একথা বলেন তিনি। এর আগে বাঘাইছড়ি উপজেলা মিলায়তনে স্বজনদের সমবেদনা জানান এবং স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। পরে নিহতের স্বজনদের ৬ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে।

রাঙ্গমাটির জেলা এ কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রি.জে (অব) শাহাদাত হোসেন চৌধুরী,নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ ও সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এস মতিউর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: ১৮ ই মার্চ নির্বাচনী দায়িত্ব পালন শেষে উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে ৭ জন নিহত ও ৩৩ জন আহত হয়।

পিবিএ/ এএম/হক

আরও পড়ুন...