২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

পিবিএ,ঢাকা: সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রায় ৩ মাস পর এ বৈঠক জোটের বৈঠক ডাকা হলো। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৈঠকের খবর জানান।

গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন এই জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। এরপর গত তিন মাসে এই জোটের কোনও বৈঠক হয়নি। এই নিয়ে জোটে নেতাদের অভিযোগ ছিল- বিএনপি তাদের অবহেলা করে জাতীয় ঐক্যফ্রন্টকে গুরুত্ব দিচ্ছে।

২০ দলীয় জোটের নেতারা বলছেন, আগামীকালের বৈঠকের নির্দিষ্ট কোনও এজেন্ডা নেই। তবে জোটে জামায়াতকে রাখা না রাখা, জাতীয় ঐক্যফ্রন্টের দুই সংসদ সদস্যদের শপথ নেওয়া, উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বৈঠকের বিষয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘সাধারণত জোটের বৈঠকে নির্দিষ্ট কোনও এজেন্ডা থাকে না। তবে যেহেতু দীর্ঘদিন পর বৈঠক হতে যাচ্ছে তাই সমসাময়িক রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আমরাও বিএনপির কাছ থেকে অনেক বিষয়ে জানতে চাইবো।’

পিবিএ/এএইচ

আরও পড়ুন...