মাদ্রাসা ছাত্রীকে আগুন দেয়ার ঘটনায় দোষীদের বিচার হবে : শিক্ষামন্ত্রী (ভিডিও সহ)

পিবিএ , ঢামেক: ফেনী সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা ছাত্রীর গায়ে আগুন দেওয়ার ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। যথাযথ তদন্ত করে দোষীদের অবশ্যই বিচার করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি।

আজ রাত সোয়া ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই ছাত্রীকে দেখে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এসময় তিনি মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির (১৮) চিকিৎসকদের সাথে তার চিকিৎসার ব্যাপারের কথা বলেন। রাফির পরিবারকেও শান্তনা দেন তিনি।

গতকাল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান নুসরাত জাহান রাফি নামের ওই ছাত্রী। এ সময় সেখানে মুখোশ পরা চার-পাঁচ ছাত্রী তাকে কৌশলে ছাদের উপর নিয়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

এর আগে গত ২৭ এপ্রিল ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...