বাচ্চাদের সোশ্যাল মিডিয়ায় আসক্তির অন্যতম কারণ, অস্বাস্থ্যকর খাদ্যাভাস

অস্বাস্থ্যকর খাবার

পিবিএ ডেস্ক: বাচ্চাদের সোশ্যাল মিডিয়ায় আসক্তির অন্যতম কারণ, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ।ভারতের একটি সংবাদ মাধ্যম টিডিএন’র সমীক্ষায় উঠে এল এমনই তথ্য।

আপনার সন্তান যদি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয় তাহলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন নিউট্রিশনিস্টরা৷ তারা জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় দেখানো বিভিন্ন খাবারের অ্যাড, রেসিপি ভিডিও, ইউটিউব ব্লগিং অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস তৈরি করে৷
৯ থেকে ১১ বছর বয়সী ১৭৬ জনকে নিয়ে সমীক্ষা চালান গবেষকরা। যার রিপোর্ট ব্রিটেনের অফকম চিলড্রেন-এ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ৮-১১ বছর বয়সী ছেলেমেয়েদের ৯৩ শতাংশ অনলাইনে থাকে, ৭৭ শতাংশ ইউটিউবে ভিডিও দেখে, ১৮ শতাংশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে৷ ১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ৯৯ শতাংশই অনলাইনে থাকে, ৮৯ শতাংশ ইউটিউব অ্যাকসেস করে এবং ৬৯ শতাংশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে৷

গবেষকরা জানিয়েছেন, যারা ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ফুড ভ্লগারদের ফলো করে তাদের মধ্যে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা অন্যদের তুলনায় ৩২ শতাংশ বেশি৷ যার ফলে প্রয়োজনের তুলনায় ২৬ কিলো ক্যালোরি তাদের শরীরে বাড়তি পৌঁছচ্ছে৷

গবেষকদের মতে অল্পবয়সীদের মধ্যে সেলিব্রিটিদের তুলনায় ভ্লগারদের ফলো করার প্রবণতা বেশি দেখা যায়৷ ফলে সেলিব্রিটিদের স্বাস্থ্যকর ডায়েট চার্টের থেকে ভ্লগারদের পোস্ট করা মনলোভা ছবি তাদের বেশি আকর্ষণ করে৷

পিবিএ/এএইচ

আরও পড়ুন...