জানুন, মেয়েদের কোন কথার কি মানে

meyeder-kotha-PBA

পিবিএ ডেস্ক: শেষশয্যায় রীতিমতো চুল-দাড়ি উপড়োতে বাকি রেখেছিলেন পৃথিবীবিখ্যাত মনোবিদ সিগমুন্ড ফ্রয়েড! শেষ নিঃশ্বাস ফেলার আগে রাগ নিয়েই বলে গিয়েছিলেন, ‘আজও বুঝতে পারলাম না মেয়েরা ঠিক কী চায়!’

পৃথিবীবিখ্যাত মনোবিদ সিগমুন্ড ফ্রয়েডেরই যদি এই দশা হয়, তবে ভেবে দেখুন তো, আমার-আপনার অবস্থাটা ঠিক কী রকম!

মেয়েদের অনেক কথারই নাকি কোন মানে বোঝা যায় না! অন্তত এমনটাই অভিযোগ করে থাকেন বিশ্বের প্রায় সব পুরুষ। কেন এমন হয়?

এর উত্তরে অনেকে বলেন, মেয়েরা অত্যন্ত সংবেদনশীল হন বলেই লুকিয়ে রাখেন নিজের অনুভূতিগুলো। অনেকে বলেন, রহস্যময়তা নারীর অপর নাম। মতামত যা-ই হোক না কেন, কয়েকটা ব্যাপার স্পষ্ট করে নেওয়া প্রয়োজন। জেনে নেওয়া দরকার, খুব সাধারণ কিছু কথা, যা আপনার পরিচিত কোনও মেয়ে আপনাকে বলছেন, তার আসল মানে কী হতে পারে-

আমি ভাল আছি:

কোনও মেয়ে যদি আপনাকে এই কথাটা বলেন, নিশ্চিত জানবেন তিনি তাঁর অনুভূতিটা আড়াল করতে চাইছেন। আদতে তিনি খুব একটা ভাল নেই। তাই পরিচিত কোনও মেয়ে এ কথা বললে বার বার তাঁকে খুঁচিয়ে যান। জানতে চান, এটা কি কথার কথা? আপনি বেশ কয়েক বার এটা বললে তখন তিনি নিশ্চিত হবেন যে আপনি তাঁর জন্য চিন্তিত। তখনই তিনি আপনাকে মনের কথা বলবেন। আসল কথা বলবেন।

আবার বলো কী বলছো:

হতেই পারে, আপনি যা বললেন, মেয়েটি সেটা শুনতে পায়নি। কিন্তু, মনোস্তত্ত্ব বলছে, বেশির ভাগ ক্ষেত্রেই মেয়েরা এই কথাটা তখন বলেন, যখন আপনার কথাটা তাঁদের পছন্দ হয়নি। মানে, তাঁরা আপনাকে সুযোগ দিচ্ছেন মত পালটে ফেলার। তাঁরা যা শুনতে চাইছেন, সেটা বলার! এবার আপনার ব্যাপার- সুযোগ নেবেন কি নেবেন না!

ঠিক আছে:

আপনার কোনও কথায় কোনও মেয়ে যদি ঠিক আছে বলেন, তার মানে কিন্তু এই নয় যে তিনি সম্মতি জানিয়েছেন। বেশির ভাগ সময়েই অন্যের কথা, বিশেষ করে প্রিয় পুরুষের, অপছন্দ হলে মেয়েরা এমনটা বলে থাকেন। এরকম সময়ে তাঁর হাতের দিকে তাকিয়ে দেখুন। যদি দেখেন, তিনি আঙুল ভাঁজ করছেন বা হাতটা মুঠো করে রেখেছেন, জানবেন মনে মেঘ ঘনিয়ে আসছে!

আমাকে মোটা লাগছে?

মেয়েরা একমাত্র তখনই একথাটা জানতে চান, যখন তাঁরা নিজেদের কুৎসিত বলে মনে করেন। অতএব, এক্ষেত্রে কখনই ‘হ্যাঁ’ বলবেন না। বরং, একটু প্রশংসা করে আপনার প্রিয় নারীটির মন ভাল করে তুলুন।

যাক গে:

এই কথাটা বলার অর্থ, মেয়েরা অপর পক্ষের যুক্তি পছন্দ করছেন না। তাই সাবধান হোন এরকমটা শুনলে। এক্ষেত্রে জোর করে কথা বাড়াবেন না। তাতে ঝগড়া শুরু হতে পারে।

কী মিষ্টি!

কী মিষ্টি বা Awww মেয়েরা সাধারণত দুটি ক্ষেত্রে বলে থাকেন। ধারে-কাছে কোনও বাচ্চা বা প্রিয় পশু দেখলে। এবং, প্রিয় পুরুষের কথায় খুশি হলে। তাই আপনার পছন্দের নারী এমনটা বললে একবার চারপাশটা দেখে নিন। যদি দেখেন কোনও বাচ্চা বা পশু নেই, তাহলে নিজের উপর কনফিডেন্স রেখে যা করছেন, তাই করতে থাকুন।

পাঁচ মিনিট, প্লিজ:

এই কথাটার মানে আশা করি খুব একটা অজানা নয়। যখনই মেয়ের এটা বলেন, তার মানে তাঁর একটু সময় লাগবে। সেটা ১০ মিনিটও হতে পারে, এক ঘণ্টাও হতে পারে। সেই মতো আপনি টাইম পাসের জন্য তৈরি থাকুন!

হ্যাঁ:

মেয়েদের ‘হ্যাঁ’-টা যে সব সময়ে সম্মতিবাচক, তা কিন্তু নয়। তাই এক্ষেত্রেও বেশ কয়েকবার জিজ্ঞেস করে আপনার প্রিয় নারীটির মনের আসল কথাটা জেনে নিন।

হতেও পারে:

কোনও কথার উত্তরে কোনও মেয়ে যদি এটা বলেন, নিশ্চিন্ত থাকুন, তিনি আদতে অসম্মতি জানাচ্ছেন। এবার আপনার পালা- ব্যাপারটা তাঁর মতে সায় দিয়ে মিটিয়ে নেবেন, না কি নিজের মতটা বজায় রেখে ঝগড়ার পথে যাবেন!

উঁহু, আমার কিছু লাগবে না:

এই কথাটার মানে একেবারেই আপনাকে পরীক্ষার মুখে ফেলা! এ কথাটা মেয়েরা বলেন প্রিয় পুরুষটির ভালবাসা পরীক্ষা করার জন্য। কাজেই কেউ এ কথা বললে তাঁর জন্য একটা উপহার কিনতে ভুলবেন না। তা সে ছোটখাটো হলেও!

তোমার যা ইচ্ছে করো:

ভুলেও এই কথার ফাঁদে পা দেবেন না! এর মানেই হচ্ছে, আপনার প্রিয় নারী ভীষণ রেগে আছেন। তিনি মোটেই চাইছেন না আপনি ইচ্ছে মতো কাজ করুন! এটা আসলে রাগের বা অভিমানের বা দুঃখের কথা। অতএব, এরকম শুনলে কী করতে হবে, আলাদা করে আর বলার দরকার আছে কি?

মাথায় রাখুন কথাগুলো! এই কথাগুলো আমি-আপনি সব সময়েই, নানা মেয়েদের কাছে শুনি। আর, সতর্ক না থাকলে? কথায় কথা বাড়বে! আপনার শান্তি নষ্ট হবে! আবার কী!

পিবিএ/এফএস

আরও পড়ুন...