লালমনিরহাটে স্ক্র্যাবলের আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

lalmonirhat-scabbel-PBA

পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো আন্তর্জাতিক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী ওই উপজেলার কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘আন্তর্জাতিক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ- ২০১৯’ অনুষ্ঠিত হয়।

জানাগেছে, স্ক্র্যাবল (Scrabble), ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করার খেলা এটি। যেখানে ইংরেজি একেকটি অক্ষর দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থবহ শব্দ তৈরি করা হয়। তবে বাংলাদেশে এ খেলা এখনো সেভাবে পরিচিত হয়ে ওঠেনি। প্রথমবারের মতো রোববার দিনব্যাপী কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয়ের কৃর্তপক্ষের আয়োজনে এ ‘আন্তর্জাতিক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ-২০১৯’ অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, এর আগে বাংলাদেশে স্ক্র্যাবলের আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। রোববার সকালে বাংলাদেশি শিক্ষার্থীদের নেপালের জাতীয় সংগীত ও নেপালি শিক্ষার্থীদের বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ-নেপালের মোট ৪১টি স্কুলের ৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

নেপালের গণেশ সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী বিরাট সাপকোটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আহনাফ মাশফিক রানার্স-আপ হয়। বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শফিউল আরিফ।

পিবিএ/এফএস

 

আরও পড়ুন...