ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

জনি মোল্লা, পিবিএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে ১৩ তম দিনে দ্বিতীয়বারে মত বরিশাল-পটুয়াখালী মহাসড়ক দেড় ঘন্টার মত অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টা থেকে দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপাচার্য যতদিন পদত্যাগ করবে না ততদিনই আন্দোলন চলবে। এজন্য নতুন নতুন কর্মসূচি দেয়া হবে।

এ সময় পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্র মো: আলামিন বলেন দীর্ঘ ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন পর্যন্ত উপাচার্যে পদত্যাগের কোন লিখিত নোটিশ না পাওয়ায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আন্দোলন আরো শক্তিশালী হবে।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ১৩ তম দিনে বরিশাল বিশ্ববিদ্যালয় এর কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে উদ্যোগে ১২ দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে। তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানায়।

smart

গত ৬ এই এপ্রিল আন্দোলনের ১২ তম দিনে শিক্ষার্থীদের সাথে ত্রিপাক্ষিক আলোচনায় উপাচার্যে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়াা হয়। তবে লিখিতভাবে কোন পদত্যাগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা জানান। এদিকে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা এড়াতে দীর্ঘ ৯ দিন পর গতকাল রবিবার হল এবং ক্যান্টিন আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।

প্রসঙ্গত গত ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থাকবে গার্ডেন পার্টির আয়োজন করা হয়েছিল ওই অনুষ্ঠানে ও ভিসির পছন্দের ব্যক্তিরা থাকলেও শিক্ষার্থীদের কোনো অংশগ্রহণ থাকেনি ।এর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিল করে।পরে বিকেলে এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক সাধারণ শিক্ষার্থীদের ঢালাওভাবে রাজাকার বলায় আন্দোলনের শুরু হয়।

পিবিএ/কেএম/জেডআই

আরও পড়ুন...