পিবিএ,চাঁদপুর: ঢাকার কেরানিগঞ্জ থেকে অপহৃত ৪ বছর বয়সী শিশু তুহিনকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে মডেল থানা পুলিশ শিশু তুহিন গাজীকে উদ্ধার ও অপহরণকারী আবুল হোসেন হাওলাদারকে আটক করে।
অপহরণকারীর বাড়ি শরীয়তপুরের তারাবুনিয়া এলাকায়। অপহরণকারী তাদের আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে শিশুটির বাসা থেকে রোববার তাকে চকলেট কিনে দেয়ার কথা বাসা থেকে নিয়ে আসে। এরপর তার খোঁজ না পেয়ে স্বজনরা পুলিশের সহযোগিতা নেয়।
শিশুর পিতা মনির হোসেন গাজী পিবিএ’কে জানান, তিনি ঢাকায় কেরানিগঞ্জে থাকেন। অভিযুক্ত আবুল হোসেন তাদের আত্মীয়। রোববার বিকাল ৩টার দিকে আবুল হোসেন আমার বাসায় গিয়ে শিশুকে চকলেন খাওয়াবে বলে বাসা থেকে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত শিশু বাসায় না ফেরার কারণে আমাদের সন্দেহ হলে তাকে ফোন দেই। সে জানায় বাসে। বাসের আওয়াজ না পেয়ে আমরা বুঝতে পারে সে লঞ্চে। সে আলোকে আমরা গাড়ী নিয়ে এসে চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান নিয়ে পুলিশের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হই।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, অপহরণকারী উদ্ধার হওয়া শিশু পরিবারের আত্মীয়। সে শিশুটিকে অপহরণ করে মুক্তিপন দাবী করে। আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।
পিবিএ/এমএ/হক