
পিবিএ ডেস্ক: ভারতের কোচবিহারের রাসমেলার মাঠে গতকাল সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৮এপ্রিল) সেখানে পাল্টা সভা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারী। এ দিন পরেশের প্রচারে যান মমতা। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।
সাধারণ মানুষকে সভায় আসতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন মোদী। জবাবে এ দিন তাঁকে ‘অকৃতজ্ঞ’ বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, তাঁর কথায়, রাজ্য সরকারই মোদীকে সভা করার জায়গা করে দিয়েছিল। তা সত্ত্বেও মিথ্যা অভিযোগ তুলছেন নরেন্দ্র মোদী। ‘অকৃতজ্ঞে’র মতো কথা বলছেন। গত পাঁচ বছরে মোদী সরকার কিছু করেনি। তাই তাঁর কাছ থেকে জবাব চাওয়া সাজে না বলেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।
পিবিএ/এফএস