মাগুরায় মিষ্টি পট্টিতে আগুন

পিবিএ,মাগুরা: মাগুরার শালিখা উপজেলা আড়পাড়া বাজারে আজ সোমবার ভোরে মিষ্টি পট্টিতে আগুনে ৫টি দোকান ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

প্রত্যক্ষদর্শী মিরাজ হোসেনসহ অন্যরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ মিষ্টি পট্টিতে আগুন দেখা যায়। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। মসজিদের মাইকে আগুনের কথা জানানো হলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
এসময় মাগুরা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৪টি মিষ্টির দোকান ও একটি হার্ডওয়ারের দোকান পুড়ে যায়। পরে ফায়ার র্সাভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ মিষ্টির দোকান মালিক অনুপ সাহা জানান, নগদ টাকা ও মালামালসহ ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে তাদের সহায় সম্বল সব নিয়েছে। এখন পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে চলব।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন আলী জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সুত্রপাত হতে পাওে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্র¯দের’ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...