কুড়িগ্রামে নাতির পরকীয়ায় বাঁধা দেয়ায় নানাকে হত্যার চেষ্টা

ইউনুছ আলী আনন্দ, পিবিএ, কুড়িগ্রাম : পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার পশ্চিম মির্জাপাড়া গ্রামে মহিজ উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করেছে রুবেল মিয়া (২০) নামের পরকীয়া প্রেমিক যুবক। এলাকাবাসী আহত বৃদ্ধকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভতি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে হামলাকারী যুবক রৌমারী থানায় গিয়ে ধারালো অস্ত্রসহ পুলিশের কাছে আত্মসমার্পন করেছে। আহত বৃদ্ধ ও হামলাকারী যুবক সম্পর্কে নানা-নাতী বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার পশ্চিম মির্জাপাড়া গ্রামের শহিদার রহমানের ছেলে রুবেল মিয়া দীর্ঘদিন ধরে তার বড়ভাই জহুরুল ইসলামের স্ত্রী সুরমা ওরফে রেখার সাথে পরকিয়া সম্পর্কে লিপ্ত হয়ে একই বাড়িতে বসবাসরত করে আসছিল।

তাদের পরকীয়ার ঘটনাটি জানতে পেয়ে এতে পরকীয়া প্রেমিক রুবেলকে বাঁধা দেন তার সম্পর্কের নানা মহিজ উদ্দিন। এ নিয়ে পারিবারিকভাবে বড়ভাই জহুরুল ও ভাবীকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দেয়া হয়। এতে পরকীয়া প্রেমিক রুবেল বিক্ষুদ্ধ হন। সে তার পথে বাঁধা দ্বারানো নানা মহিজ উদ্দিনকে হত্যার হুমকি দেয়।

এরই জেরে পরকীয়ার প্রেমিক রুবেল রোববার রাতে নানা মহিজ উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন। বৃদ্ধ মহিজ উদ্দিন পাশ্ববর্তী কাঁঠালবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি বাঁশ ঝাড়ের নীচে আসলে ওৎপেতে থাকা পরকীয়া প্রেমিক রুবেল আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।

তার হামলায় বৃদ্ধের ঘাড়ে, পিঠে, পেটে ও চোখে জখম হয়ে গুরুতর আহত হয়ে চিৎকার শুরু করলে আশপাশের ইউপি সদস্য লাল মিয়াসহ অন্যরা ছুটে এসে বৃদ্ধ মহিজ উদ্দিনকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করান।

পরবর্তীতে আহত মহিজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছেন। এ ঘটনায় মহিজ উদ্দিনের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে রৌমারী থানার ওসি (তদন্ত) মোন্তাসির বিল্লাহ সাংবাদিকরেদর জানান, হামলাকারী রুবেল নিজেই রৌমারী থানায় গিয়ে ধারালো অস্ত্রসহ পুলিশের কাছে আত্মসমার্পন করে। এ সময় সে ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ রুবেলকে আটক করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...