নিটারকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গণস্বাক্ষর

দীপংকর ভদ্র দীপ্ত, পিবিএ, সাভার : দেশের অর্থনীতির মূল হাতিয়ার বস্ত্র খাতকে সবোর্চ্চ গুরুত্ব দেওয়া হলেও রয়েছে একটি মাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। তাই বস্ত্রখাতকে আরো সমৃদ্ধশালী করতে দেশের অন্যতম টেক্সটাইল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিটারকে বেশ কিছুদিন ধরেই স্বায়ত্ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি করে আসছে নিটারের শিক্ষার্থীরা।

এই ধারাবাহিকতায় ৮ এপ্রিল রোজ সোমবার সকাল থেকে সাভারে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এ শুরু হয় ক্যাম্পাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী। যেখানে অংশগ্রহণ করেন প্রায় ১১০০ শিক্ষার্থী। ক্যাম্পাসের একাডেমিক ভবনেই এই কার্যক্রম শুরু হয় সকাল ৮ টায়। বেলা ২ টা পর্যন্ত এই কর্মসূচী চলে।

এ সময় শিক্ষার্থীরা জানান, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার সব যোগ্যতা নিটারের আছে তাই আমরা নিটারকে পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি জানাচ্ছি।” শিক্ষার্থীদের প্রত্যাশা, শীঘ্রই নিটারকে একটি বিশেষায়িত টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হিসেবে পাবে নিটারিয়ানরা।

শিক্ষার্থীরা এই স্বাক্ষরগুলো নিটার প্রশাসনকে হস্তান্তর করবে। তাদের দাবি, এই স্বাক্ষরগুলো যাতে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...