ভারতীয় ফেন্সিডিসহ যুবক আটক

পিবিএ,বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে বণফুল পরিবহনে যাত্রীভেশী এক যুবকের কাছ থেকে ৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিসহ উদ্ধার করেছে কাটাখালী হায়ওয়ে পুলিশ।

সোমবার সকালে সাড়ে দশটার সময় খুলনা-মাওয়া মহাসড়কে নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ ফনসিন্ডিল সহ ওই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যাত্রীভেশী ওই যুবকের নাম মো. ইফতেখার হোসেন (৪৫)। সে রাজবাড়ি জেলার সদর উপজেলার কাজিকান্দা গ্রামের ইহসান উদ্দিন এর ছেলে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সোমবার সকাল ১০.৩০ মিনিেিটর সময় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা মেট্রো ১১-০০৩৩ নং বনফুল পরিবহন যোগে মাদকের একটি চালান যাওয়ার গোপন খরব পেয়ে হাইওয়ে পুলিশ নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরিবহনটি নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে পুলিশ যাত্রীদের তল্লাশি শুরু করে।

এ সময় সময়ে মো ইফতেখার হোসেন এর ব্য ব্যাগ তল্লাশির করে ৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। প্রথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে এই ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

পিবিএ/এসএইচ/হক

আরও পড়ুন...