১৫’শ শ্রমিক কাজ করছিল কুমিল্লা ইপিজেডের কারখানায়!

rn-sniping-mills-PBA

পিবিএ,কুমিল্লা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) অবস্থিত আর এন স্পিনিং মিলস লিমিটেডের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার রাতে সাড়ে ৯টায় এই প্রতিষ্ঠানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের আগমুহূর্তে কারখানার ভিতরে ১৫০০ শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, প্রথমে ঘটনাস্থলে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতার কারণে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি। কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ইপিজেড গেইটে সাংবাদিকদের জানিয়েছেন, কারখানার অ্যাক্রোলিক ডিভিশনে আগুন লাগার ঘটনা ঘটে।

তবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কেউ আহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ইপিজেডের বাইরে উৎসুক হাজারো মানুষের ভিড় দেখা গেছে। কুমিল্লা ইপিজেডে চারদিক পুলিশ ঘিরে রেখেছে। কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি’র (বেপজা)র সোস্যাল কাউন্সিলর সোহেল মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা যখন তাদের শিফটের কাজ শেষ করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন কোম্পানির গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ফায়ার এলার্ম বেজে উঠলে শ্রমিকরা নিরাপদে কর্মস্থল ত্যাগ করতে পারেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...