পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার একটি আটতলা ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৫টা ৫৫টা মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরপর চান্দগাঁও ও কালুরঘাট ফায়ার স্টেশনের ৪টি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ৭টা ৫০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, চান্দগাঁও আবাসিকের বি ব্লকের ৯ নম্বর সড়কে ফারুক আহমেদের মালিকানাধীন ২৩৮ নম্বর বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া আবদুস সালামের বাসায় আগুন লাগে। এ সময় বাসাটি তালাবদ্ধ ছিল।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে বাসার লোকজন ধারণা করছেন পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়েছে। বিষয়টি রহস্যজনক।
পিবিএ/এফএস