বিজেপির ইশতেহার গণবিচ্ছিন্ন কণ্ঠস্বর: রাহুল গান্ধী

কংগ্রেস-বিজেপি
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী: ফািইল ছবি

পিবিএ ডেস্ক: বিজেপির ইস্তেহারকে গণবিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর বলে সমালোচনা করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস সভাপতি। পাশাপাশি এই ইশতেহারে দূরদৃষ্টির অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে বিজেপির নির্বাচনী ঘোষণাকে ঔদ্ধত্যপূর্ণ বলেও তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী।

উল্লেখ্য, সোমবার বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশের একদিন পর সে সম্পর্কে কংগ্রেস সভাপতি এ মন্তব্য করলেন।এর আগে কংগ্রেসর ইশতেহার নিয়েও কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেসের ইশতেহার সম্পর্কে নিজের টুইটে রাহুল বলেছেন কংগ্রেসের ইস্তেহার আলোচনার ভিত্তিতে লেখা হয়েছে।দেশের লাখ লাখ নাগরিকের ইচ্ছা প্রতিফলিত হয়েছে বলে কংগ্রেসের ঘোষণা পত্রের জোর অনেক বেশি। সেটির মেধাও বেশি।
অন্যদিকে বিজেপির ইস্তেহার সম্পর্কে তিনি বলেন, এ ইশতেহার লেখা হয়েছে ঘরে বসে। একজন বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর ছাড়া অন্য কিছুই তাতে নেই। বিজেপি দীর্ঘদিন ধরে যে সমস্ত বিষয় নিয়ে সরব সেগুলি তাদের ইস্তেহারে স্থান পেয়েছে। আবারও অযোধ্যায় রামমন্দির নির্মাণের কথা বলেছে বিজেপি। বলেছে দেশের নিরাপত্তা এবং পরিকাঠামো খাতে বিনিয়োগের কথা।

দেশের সবচেয়ে গরিব মানুষদের মাসে ৬ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছে কংগ্রেসের ঘোষণা পত্র। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ন্যায়। আর এই কথার উপর ভিত্তি করেই নির্বাচনী স্নোগান প্রকাশ করেছে কংগ্রেস। বলেছে আব হোগা ন্যায়। পাল্টা স্লোগান তৈরি করেছে বিজেপিও। সেখানে আবারও মোদী সরকার গঠনের ডাক দিয়েছে পদ্ম শিবির।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...