মাদ্রাসা ছাত্রী রাফির অস্ত্রোপচার সম্পন্ন

Feni Student DMC life suport-PBA 01

পিবিএ,ঢামেক: মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছে। সেযেনো ভালো ভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়ার জন্য নিতে সেজন্য স্কারোটমি অস্ত্রোপচার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, গতকালই আমরা তার স্কারোটমি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে তার অবস্থার উন্নতি না হওয়া করতে পারিনি। সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তারাও আমাদের একই পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে তার শ্বাস নেবার সুবিধার হবে।

সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এই অস্ত্রোপচার কার হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...