পিবিএ ডেস্ক: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির মূল লক্ষ্য বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের চিকিৎসা ও রোগমুক্তি নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসার নাম করে রাজনীতি করা। আইনী প্রক্রিয়ার মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব তাই সেই পথে নামেন। এর বাইরে অন্য কোন পথে লাভ হবে না।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)’তে সোমবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি ‘ভবনের কর্মদক্ষতা ভিত্তিক অগ্নি সুরক্ষাঃ বর্তমান প্রেক্ষিত শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, প্যারোলে মুক্তির বিষয়টি কেন কি কারণে এসেছে জানি না? প্যারোলে মুক্তির বিষয়টার বিষয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে যদি আবেদন করা হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করতে পারে। যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এর বাইরে আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব হবে।
তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে কোন সুযোগ সুবিধা কারা কর্তৃপক্ষ দিচ্ছে না। বাংলাদেশ সরকার শুধু নয়, পৃথিবীর কোন দেশের কোন কয়েদীকে আইনগতভাবে যে সুযোগ সুবিধা দেয়া হয় আপনাদের নেত্রীকে তার চেয়েও বেশী আইন বহির্ভুতভাবে সুযোগ সুবিধা দেয়া হয়েছে। পৃথিবীতে কোন নজির আছে একজন দন্ডপ্রাপ্ত কয়েদীর ইচ্ছার জন্য তার সুবিধার জন্য আরেকজন নিরপরাধ ব্যক্তিকে জেল খাটতে হয়? কিন্তু সেটাও খাটছে। আপনাদের নেত্রীর জন্য তার ইচ্ছানুযায়ী একজন নিরীহ মহিলাকে কারাবরণ করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সমপ্রতি রাজধানী ঢাকায় অগ্নি দূর্ঘটনায় সরকারকে দোষারোপ করে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে মাহবুব আলম হানিফ বলেন, আমরা একটা দূর্ভাগা জাতি। আমাদের দেশে প্রত্যেকটি বিষয় নিয়েই মানুষ রাজনীতি খুঁজে বেড়ায়। একটা দূর্ঘটনায় যখন মানুষের জীবন বিপন্ন হয়, সেখানে মানুষকে কিভাবে উদ্ধার করতে হবে? সরকারের পক্ষ থেকে সেখানে যখন উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, সেখানেও কিন্তু রাজনীতি খোঁজার চেষ্টা করা হয়। আমাদেরকে এই মানষিকতা থেকে বের হতে হবে।
তিনি আরও বলেন, ওনারা শুধু সরকারের ব্যর্থতাই খুঁজে বেড়ান। অথচ দেশটাকে তারা ধ্বংসের মুখে রেখে গিয়েছিলেন। আজকে চরম দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে একজনও বলেনি সরকারের আমলে এই উন্নয়ন কাজ হয়েছে। তিনি বলেন, উন্নত দেশগুলোতেও আগুন লাগে। আপনারা সকল ক্ষেত্রে খালি দোষ খুঁজে বেড়াইয়েন না। লন্ডন, আমেরিকা, রাশিয়াতেও আগুন লাগে! তাহলে ফখরুল সাহেবরা কি বলবেন- লন্ডনের সরকার ব্যর্থ? আমেরিকার সরকার ব্যর্থ, রাশিয়ার সরকারও ব্যর্থ? রাজনীতিটা দেশের জন্য, জনগণের জন্য করা উচিত। রাজনীতিটা শুধু ব্যক্তিগত ও পরিবারের জন্য চিন্তা করেন তখন কিন্তু সব কিছুর মধ্যে একটা খারাপ ছাড়া ভাল চোখে পড়বে না। এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার করা ব্লেইম গেম রাজনীতি থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত।
পিবিএ/এফএস