মোদীর কাজকর্ম দেখলে আত্মহত্যা করতেন হিটলার: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

পিবিএ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মোদির গণহত্যা এবং মানুষে মানুষে বিভাজনের রাজনীতি দেখলে হিটলারও আত্মহত্যা করতেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী হচ্ছেন সমস্ত ফ্যাসিবাদী শাসকদের রাজা।

রায়গঞ্জের নির্বাচনী জনসভা থেকে মঙ্গলবার তিনি আরও বলেন, বিরোধীদের দমন করতে কেন্দ্রীয় সংস্থার অপপ্রয়োগ করছে বিজেপি। প্রধানমন্ত্রী নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। নিজের নামে ছবি তৈরি করেন। মনে রাখতে হবে এই লোকটাই গুজরাটে দাঙ্গা লাগিয়েছিল। সেকথা কেউ ভুলে যায়নি।

এনআরসি নিয়ে আরও একবার সরব হয়ে মমতা বলেন, বাংলায় এসব করবে বলছে। করুক না কী হয় তারপর। প্রথম দিন থেকেই মমতা বলে আসছেন বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না।

অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে এসে শিলিগুড়ি সভা থেকে মমতাকে উন্নয়নের ‘স্পিড ব্রেকার’ বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র । তিনি বলেন, এত বড় ভিড় না দেখলে বুঝতেই পারতাম না দিদির নৌকৌ ডুবতে চলেছে। আপনাদের ভালোবাসা আছে বলেই চৌকিদার টক্কর নিতে পারে। গোটা দেশের মতো গতিতে বাংলায় কাজ হয়নি। পশ্চিমববঙ্গে স্পিড ব্রেকার আছে। লোকে তাঁকে দিদি বলে। দিদি গরিবের কথা ভাবেন না। রাজনীতি করেন। গরিবকে গরিব রাখাই ওদের লক্ষ্য। গরিবের যাতে ভাল না হয় সেটা দেখেন। গরিবের ভাল হলে ওদের রাজনীতি শেষ। চিটফান্ড কাণ্ডে দিদির মন্ত্রী বিধায়করা গরিবদের সর্বশান্ত করেছেন। নিজের সঙ্গীদের নিয়ে গরিবকে সর্বশান্ত করেছেন মমতা। এরপর কোচবিহাররের সভা থেকেও চিটফান্ড প্রসঙ্গে সরব হন তিনি। পাল্টা নাম না করে মুকুল রায়কে জড়িয়ে মোদীকে নিশানা করেছেন মমতা।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...