বৈশাখী উপলক্ষে জয়পুরহাটের তাঁত-পল্লীতে কর্মব্যস্ততা

আবুবকর সিদ্দিক, পিবিএ, জয়পুরহাট: বাংলা নববর্ষের প্রথম দিন ও বাঙ্গালির সর্ব বৃহৎ ঐতিহ্যবাহি উৎসব পহেলা বৈশাখীকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন তাঁত-পল্লীতে এখন সরগরম হয়ে উঠেছে। সময় যত ঘনিয়ে আসছে তাঁত-শ্রমিকেরা কর্মচাঞ্চল্য, কর্মব্যস্ততা আর খট-খটে শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলা বিভিন্ন তাঁত-পল্লীতে। তারা কোমর বেঁধে খাওয়া দাওয়া ঠিকমত না করে, ভোর থেকে মধ্যরাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁতীরা সাধ্যমতে তাঁত বস্ত্র উৎপাদন করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাট-বাজারে খুচরা ও পাইকারী কাপড়ের দোকানে তাঁত বস্ত্র বিক্রি করছেন।

সরেজমিনে দেখা গেছে, বাংলা নববর্ষ ও বাঙ্গালি জাতীর সর্ব বৃহৎ ঐতিহ্যবাহি উৎসব বৈশাখী-মেলার উপলক্ষে উপজেলার মাত্রাই জোলাপাড়া, উত্তরপাড়া, শগিনা, হাজীপাড়া, আওঁড়া, দুরুঞ্জ, নওয়ানা, পুনট, মাধায়, ধাপ, খরফা, বফলগাড়ী, জালাইগাড়ী, জগডুম্বর, শিকটা, ঘাটুরিয়া ও হাজীপুরসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার তাঁতশ্রমিকেরা কর্মব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে। হস্তচালিত তাঁত ও পাওয়ারলুমের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুরা দিন রাত সমান ভাবে অক্লান্ত পরিশ্রম করে নানা বাহারি ধরনের শাড়ী, লুঙ্গি ও গামছা তৈরী করছেন। আবার অনেকেই সুতা রং, বিভিন্ন ডিজিটাল ডিজাইন তৈরী, সুতা পারি, চরকা কাটা, কাপড় ভাঁজ করা, মোড়ক জাত করা, লেবেলিং করে দেশের জেলা ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে কাপড় পৌছে দেওয়া এবং কাপড় বিক্রিসহ নানা কাজে তারা মহাব্যস্ত সময় পার করছেন।

উপজেলার বফলগাড়ী গ্রামের তাঁত-শ্রমিক কামাল,নুরজাহান ও শিকটা গ্রামের মর্জিনা,মজিদ জানান, সারা বছর তাঁতবস্ত্র চাহিদা থাকলেও আসন্ন বাংলা নববর্ষকে সামনে রেখে তাদের তাঁত-পল্লীতে তাঁত-শ্রমিকেরা কর্মচাঞ্চল্য ও কর্মব্যস্ততা হয়ে উঠে। পহেলা বৈশাখীর জন্য পাইকারি ব্যাবসায়ীকরা তাদের কাছ থেকে শাড়ী, লুঙ্গি ও গামছা কিনে নিচ্ছেন এবং তারা দামও ভালো পাচ্ছেন। তবে গত বছরের তুলনায় এবার তাঁত বস্ত্রের চাহিদা অনেক বেশি বলে তারা জানান।

উপজেলার পুনটহাটের পাইকারি বিক্রেতা নজরুল ইসলাম ও গোলজার হোসেন বলেন, বর্তমান পাইকারি বাজারে তাঁতের তৈরি বড়দের শাড়ী আকার ও মান ভেদে বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ৫২০ টাকা, ছোটদের শাড়ী আকার ও মান ভেদে বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৩২০ টাকা। আকার ও তাঁতের তৈরি বড়দের লুঙ্গি মান ভেদে বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২১০ টাকা, ছোটদের লুঙ্গি মান ভেদে বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা এবং তাঁতের তৈরি গামছা আকার ও মান ভেদে বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫৫ টাকা। এই সব তাঁতবস্ত্রগুলো দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিপনীবিতানে খুচরা বিক্রির জন্য পাঠানো হচ্ছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...