বৈরুতে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়ন স্থগিত

লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস

পিবিএ ডেস্ক: লেবাননের বাংলাদেশ দূতাবাসে MRP সার্ভার কারিগরি ত্রুটির কারণে পাসপোর্ট নবায়ন সাময়িকভাবে স্থগিত রয়েছে। মঙ্গলবার দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

তবে এজন্য প্রবাসী বাংলাদেশীদের ভীত হবার কোন কারণ নেই বলে জানিয়েছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। তিনি বলেন, ‘সার্ভারটি দেশে কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে, রাষ্ট্রদূত আশাবাদী আগামী ১০ দিনের মধ্যে সার্ভারটি আবার সচল হবে।

যাদের পাসপোর্টের জন্য আকামা জমা দিতে সমস্যা হচ্ছে বা হতে পারে, তাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলেছেন রাষ্ট্রদূত।’

তিনি বলেন,তিনি বলেন, পাসপোর্ট মেয়াদ উত্তির্নের কারণে কাহারো যাতে আকামা জমা দুতে সমস্যা না হয়, বাংলাদেশ দূতাবাস লেবানন জেনারেল সিকিউরিট বরারর একটি লিখত পত্র দিবেন। সেই পত্র সহ আকামা জমা দিলে কারো আকামায় সমস্যা হবে না।

যাদের আকামা পাসপোর্টের জন্য জমা দিতে পারছেনা, তাদের অতি সত্তর দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

পিবিএ/এ

আরও পড়ুন...