পিবিএ ডেস্ক: ভারতে ছত্তিশগড়ের দন্তেওয়ারা জেলায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নির্বাচনী প্রচারের গাড়ি বহরে মাওবাদী হামলায় ৫ জন নিহত হয়েছে ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে মঙ্গলবার বিকালে ছত্তিসগড় রাজ্যের দানতেওয়াড়া এলাকায় এ হামলা হয়। নিহত ওই বিজেপি বিধায়কের নাম ভীমা মানদাভি।
নির্বাচনী প্রচার শেষে ভীমার গাড়ি বহরটি ওই এলাকা দিয়ে ফিরছিল। আর সেসময় অতর্কিত হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আসা ছবি দেখে মনে হচ্ছে হামলার সময় বিস্ফোরণও ঘটিয়েছে মাওবাদীরা। হামলায় মৃতদের মধ্যে প্রায় সকলেই বিধায়কেরদেহরক্ষী বলে মনে করা হচ্ছে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লোকসভা নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটল। বিধানসভা নির্বাচনের আগেও হামলা হয়েছিল। এই এলাকাটি বস্তার কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানে ১১ এপ্রিল ভোট। এ রাজ্যে ১১ তারিখ ছাড়াও ১৮ তারিখ ভোটে হবে।.
গত ডিসেম্বর মাসে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হয়। তাতে বড় জয় পায় কংগ্রেস। তবু এই আসনে জয়ী হন ভীমা। কংগ্রেসের দেবতী কর্মাকে পরাজিত করেন তিনি।
পিবিএ/এএইচ