ববির উপাচার্যের পদত্যাগের দাবীতে আবারো সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা

জনি মোল্লা, পিবিএ,বরিশাল বিশ্ববিদ্যালয়: উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টা আল্টিমেটাম শেষে মঙ্গলবার তৃতীয়বারের মতো বরিশাল-পটুয়াখালী মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনের মাঝে এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা রাস্তার মাঝে আগুন ধরিয়ে দেয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন দীর্ঘ ১৩ দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছি,আমাদের দাবি যদি না মানা হয় আমরা সহিংস আন্দোলনে যেতে বাধ্য হবো।

যদিও উপাচার্য বলেছেন, তিনি শুধু প্রধানমন্ত্রীর কথায় পদত্যাগ করবেন এবং বাধ্যতামূলক ছুটির নোটিশ পেলে বিবেচনা করবেন।

এদিকে আজ বেলা ১১ টার দিকে,কর্মচারী কল্যাণ পরিষদ ১২ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করে।

প্রসঙ্গত গত ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ডেন পার্টির আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে ভিসির পছন্দের ব্যক্তিরা থাকলেও শিক্ষার্থীদের কোনো অংশগ্রহণ থাকেনি ।এর প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও মিছিল করে।পরে বিকেলে এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক সাধারণ শিক্ষার্থীদের ঢালাওভাবে রাজাকার বলায় আন্দোলনের শুরু হয়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...