খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী বৈসাবী উৎসব শুরু

 

পিবিএ, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী বৈসু,সাংগ্রাই,বিজু উৎসব-২০১৯ শুরু হয়েছে। মঙ্গলবার রাতে সাংগ্রাই,বিজু,বৈসু উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও সংস্কতিক অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,পুলিশ সুপার আহমার উজ্জামান,ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের উপ-পরিচালক জিতেন চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই পার্বত্য অঞ্চলে ১০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক বসবাস। পার্বত্য জেলায় সকলের প্রানের উৎসব বৈসাবীতে সকল ভাষাভাষির মেলবন্ধনে এই উৎসব উপভোগের আহ্বান জানান অতিথিরা।

এ সময় অতিথিরা আরো বলেন, পাহাড়কে অস্থিতিশীল করে তুলতে সব সময় পাহাড়ে এক শ্রেনীর বিশৃঙ্খলাকারীরা ঘাপটি মেরে বসে থাকে। তারা দেশ ও জাতীর শত্রু উল্লেখ করে বিশৃঙ্খলাকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান নেতৃবৃন্দরা।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...