নুসরাতের জন্য ৫ ঘণ্টার প্লেন যাত্রা ক্রিটিক্যাল : ডাঃ সামন্ত লাল

ঢামেক
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে সংবাদ সম্মেলন

পিবিএ, ঢামেক : দগ্ধ নুসরাতকে এখনও সিঙ্গাপুর নিয়ে যাওয়া সম্ভবনা। দুপুরে নুসরাতের শারীরিক অবস্থার সবশেষ খোঁজখবর নিয়ে এমনটিই জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।

দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মোরাদ হাসান।

ডাঃ সেন বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা আমাদের এখান থেকে পাঠানো সব কাগজপত্র নিয়ে তারা মিটিং করেছেন। এরপর আমাদের জানিয়েছেন, নুসরাতেরর জন্য এখনও ৫ ঘণ্টার প্লেন যাত্রা ক্রিটিক্যাল। তাদেকে সিঙ্গাপুর পাঠানোর জন্য আরো সময় ওয়েট করতে হবে। যতক্ষণ না তার অবস্থার উন্নতি হয়।

প্রতিমন্ত্রী বলেন, বার্ন হওয়ার পর থেকে চিকিৎসকরা নুসরাতের জন্য সকল প্রয়োজনী চিকিৎসা ব্যবস্থা নিচ্ছেন। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক নুসরাতের খোঁজখবরই নিচ্ছেন।

পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...