পিবিএ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিতে বঙ্গবন্ধু’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। শিল্প সমাজ বিষয়ক সাময়িকী ‘নিরিখ’ এই সম্মেলনের আয়োজন করেন।
সেমিনারে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে সাহিত্যের অনেক ধারা তৈরি হয়েছে। তিনি নিজের লেখা বইয়ে কোন রকম রঙ মাখানোর চেষ্টা করেননি। ২৩ বছর পাকিস্তানের মুখোমুখি অবস্থানে রাজনীতি করেও তিনি তাদের কথা বইয়ে উল্লেখ করেছেন। রাজনৈতিক সম্পর্কের বর্ণনা করে; মানবতা ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
নিরিখ সম্পাদক ও বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল্লাহ খান, রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরিফা সালোয়া ডিনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নিরিখ এর নির্বাহী সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা তারিকুল আহসান। এসময় সেমিনারের
প্রথম অধিবেশনে ৫টি এবং দ্বিতীয় অধিবেশনে ৭টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান রাজশাহী বিশ্ববিদ্যালয় আরকাইভস পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া সেখানে উপস্থিত ছিলেন।
পিবিএ/এএইচ/হক