পিবিএ ডেস্ক: আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী ২৩ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপ দলের জন্য ইতিমধ্যে ২৩ জন ক্রিকেটারকে প্রাথমিকভাবে বাছাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৩ এপ্রিল লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আইসিসির ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যারা বিশ্বকাপের জন্য প্রাথমিক ডাক পেলেন : ফখর জামান, ইমাম-উল হক, আবিদ আলী, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, আসিফ আলি, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, শান মাসুদ, উসমান শেনওয়ারি ও ইয়াসির শাহ।
২৩ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান দল। আগামী ৩১ মে টেন্ট ব্রিজে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সরফরাজ বাহিনীর বিশ্বকাপ মিশন।
বিশ্বকাপে পাকিস্তান কোনদিন কার সঙ্গে খেলবে : ২৪ মে ব্রিস্টলে আফগানিস্তানের সঙ্গে ওয়ার্মআপ ম্যাচে মুখোমুখি হবেন ইমরান খানের উত্তরসূরীরা। ২৬ মে কার্ডিফে ওয়ার্মআপ ম্যাচ খেলবে সরফরাজবাহিনী। আর ৩১ মে শুরু হবে মূল লড়াই। গেইলদের বিপক্ষে সেদিন মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান।
৩ জুন স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফিরা। এছাড়া ৭ জুন শ্রীলংকার বিরুদ্ধে, ১২ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ জুন ভারতের বিপক্ষে, ২৩ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে, ২৯ জুন আফগানিস্তান ও ৫ জুলাই বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।
পিবিএ/এমআই