কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজীবন কারাদন্ড

পিবিএ কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বেদদহ গ্রামে রাশিদা বেগম নামের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জামাল উদ্দিনকে (২৮) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মুন্সি রফিউল আলমের আদালত এ রায় প্রদান করে। হত্যার শিকার রাশিদা বেগম নাগেশ্বরী উপজেলার মকবুল হোসেনের মেয়ে।
এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষের আইজীবি ছিলেন এরশাদুল হক।
মামলার বিবরনে জানা যায়, ভাবীর সাথে আসামী জামাল উদ্দিনের পরকীয়া প্রেমের বিষয় জানতে পেরে স্ত্রী রাশিদা বেগম প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ০১/০৩/১১ ইং জামাল উদ্দিন স্ত্রী রাশিদা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে নিজ ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় নিহত রাশিদার পিতা মোঃ মকবুল হোসেন বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় জামাতা জামাল উদ্দিনসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের দায়ী করে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলার স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে জামাল উদ্দিনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।

পিবিএ/ইএএ/হক

আরও পড়ুন...