পিবিএ,ঢাকা: এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।
ফ্রান্সের তুলুস-ব্ল্যাগনাক এয়ারপোর্ট থেকে মিসর ও ওমান হয়ে নতুন উড়োজাহাজটি ঢাকায় এসে পৌঁছে। এতে রয়েছে ৭২টি আসন। শাহজালালে অবতরণের পর এয়ারলাইনসটির সার্বিক উন্নতির জন্য দোয়া কামনা করা হয়। এ সময় ছিলেন ইউএস-বাংলা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে দুটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত হলো ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে। আগেরটি ফ্রান্স থেকে এসে পৌঁছায় গত ২৪ মার্চ দুপুরে। এই আকাশযান ঘণ্টায় ৫১০ কিলোমিটার গতিতে উড়তে পারে। সারাবিশ্বের নামকরা বিমান সংস্থাগুলো এ পর্যন্ত এক হাজারের বেশি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ব্যবহার করছে।২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। ঢাকা থেকে যশোরে যায় তাদের উদ্বোধনী ফ্লাইট। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ বর্তমানে ইউএস-বাংলার বহরে আছে চারটি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও দুটি এটিআর ৭২-৬০০।
পিবিএ/জেআই