মেহেরপুরে ভারতীয় রুপি উদ্ধার

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত থেকে ৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবির একটিদল।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সহড়াতলা সীমান্তের ১৪২/৬ নাম্বার পিলারের নিকট হাজীবাড়ি গেট নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থ্ায় একটি বস্তায় রাখা রুপি উদ্ধার করে।

সহড়াতলা বিওপি কমান্ডার আব্দুল হাই পিবিএ’কে জানান,সকালের দিকে সহড়াতলা সীমান্ত দিয়ে মালামাল পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পাঁচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ সময় সহড়াতলা হাজীবাড়ির গেট নামক স্থানে একটি বস্তা ভর্তি ৯ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত পাঁচারকারীদের আটক করতে বিজিবি কাজ করছে।

পিবিএ/জিএস/হক

আরও পড়ুন...