দীঘিনালায় ইসলামী ব্যাংক’র এজেন্ট ব্যাংকিং উদ্বোধন


পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং উদ্ধোধন করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো রফিকুল আলম।

ইসলামী ব্যাংক এর চট্টগ্রাম উত্তর জোন’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নাইয়ার আজমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট ইনচার্জ হাবিব উল্লাহ, আশিষ বডুয়া, প্রমুখ।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং বোয়ালখালী নতুন বাজার আউটলেট উদ্বোধন করেন।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...