মাগুরা হাসপাতালে আগুন

 

মাগুরা হাসপাতালে আগুন

পিবিএ,মাগুরা: মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বৃহস্পতিবার বিকালে ৫টার দিকে বিদ্যুতের সট সার্কিটের কারণে আগুল লাগে। এ সময় আগুন আতংকে হাসপাতালে ভর্তি রোগীরা ছুটাছুটি করতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
হাসপাতালের ভর্তি রোগী রউফ মিয়া পিবিএ;কে জানান, বিকালে হঠাৎ হাসপাতালের ভিতর ধোয়ায় অন্ধকার হয়ে যায়। এখানকার রোগীদের মধ্যে ভয় আতংকে হাসপাতালের বাইরে বেরিয়ে পড়ে। বাইরে হুরোহুরি বের হওয়ার সময় অনেকে আরো অসুস্থ হয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ফায়ার লিডার জামাল হোসেন বলেন,‘হাসপাতাল কর্তৃপক্ষের কাজ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আমরা আগুন নিয়ন্ত্রণ করি। দীর্ঘ দিনের পুরনো বৈদ্যুতিক তারের কারণে মুলত এ আগুনের সুত্রপাত ঘটে। আগুনে হাসপাতালের এক্স-রে রুমের কিছুটা ক্ষতি হয়েছে। তবে আর কোনো ঝুকি নেই।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিকাশ কুমার শিকদার জানান, আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা দ্রুত এসে সব নিয়ন্ত্রন করেন। আতংকিত রোগীদের শান্ত করে তাদের বেডে ফেরত আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...