নাটকীয় ম্যাচে শেষ বলে জয় চেন্নাইয়ের

ম্যাচসেরা হন অধিনায়ক ধোনি।

পিবিএ ডেস্ক: আইপিএলের ২৫তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস।চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ধোনি।রাজস্থানের দেয়া ১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বলে ছয় মেরে দারুণ এক জয় এনে দেন মিচেল স্যান্টনার।ম্যাচসেরা হন মহেন্দ্র সিং ধোনি।প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে এটি ছিল তার শততম ম্যাচ জয়ের নতুন রেকর্ড।

অধিনায়ক হিসেবে ১৬৬ ম্যাচে শততম জয়ের রেকর্ড গড়েন তিনি। এমন রেকর্ড নেই আর কোনো ক্রিকেটারের।

জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে টস জিতে রাজস্থান রয়্যালস-কে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৫১-৭-এ থামে রাজস্থান রয়্যালসে। চেন্নাই বোলারদের দাপটে রাজস্থানের কেউই বড় রান করতে পারেননি। দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও জস বাটলার ভাল শুরু করেও শক্ত ভিত তৈরি করতে ব্যর্থ হন। এর পর আর কেউই দাঁড়াতে পারেননি। শেষে শ্রেয়াস গোপালের সাত বলে ১৯ রান ও জোফরা আর্চারের কয়েকটি ভাল শটে ১৫০ রানের গণ্ডি পেরতে সক্ষম হয় রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ ওভারেই টপ থ্রি ব্যাটসম্যান ফিরে যায় চেন্নাইয়ের। শেন ওয়াটসন, ফাফ দুপ্লেসি ও সুরেশ রায়না ফিরে যান প্যাভেল‌িয়নে। কেদার যাদবও ফেরেন এক রানে। এর পর চেন্নাই ব্যাটিংয়ের হাল ধরেন অম্বতি রায়দু আর মোহেন্দ্র সিং ধোনি। হাফসেঞ্চুরি করেন রায়ডু ও ধোনি।

শেষে দিকে ৬ বলে ১৮ রান থেকে ৩ বলে আট রানে এসে দাঁড়ায় চেন্নাইয়ের লক্ষ্য। সেটা একটা সময় ১ বলে ৪ রান হয়। শেষ বল স্টোকস ওয়াইড করলে এক বলে তিন রানে এসে দাঁড়ায়। ছক্কা হাঁকিয়ে সাঁতনার ৪ উইকেটে জয় এনে দেন চেন্নাইকে।

লাইভ স্কোরকার্ড
ম্যাচ ২৫, সোয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর, এপ্রিল ১১, ২০১৯
রাজস্থান ১৫১/৭ (২০.০)
চেন্নাই ১৫৫/৬ (২০.০)

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, দীপক চাহার, মিচেল সাঁতনার, শার্দূল ঠাকুর, ইমরান তাহির।

রাজস্থান রয়্যালস: অজিঙ্ক রাহানে, জোস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠী, বেন স্টোকস, রিয়াদ পরাগ, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকট, ধবল কুলকার্নী।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...