দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে কারা থাকছেন ?

পিবিএ ডেস্ক: আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডে আইসিসি বিশ্বকাপ-২০১৯। আসছে আগামী ২৩ এপ্রিল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন। এরই মধ্যে অংশগ্রহণকারী কোনো কোনো দল স্কোয়াড ঘোষণা করেছে।

তবে এখনও পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করতে ভীষণ চিন্তায় পড়েছে দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্যানেল।

অফ ফর্মে থাকা হাশিম আমলা শেষ পর্যন্ত থাকছেন-তো দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের স্কোয়াডে? নাকি ডি ককের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে প্রোটিয়াদের ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো এইডেন মার্করাম’কে ?

আমলার মতোই শেষ পর্যন্ত কপাল পুড়তে পারে ক্রিস মরিস, কেশব মহারাজ, কাইলি অ্যাবট আর ভিয়ান মুল্ডারের। তবে অধিনায়কের চাওয়াতেই ১৫ সদস্যের স্কোয়াডে জায়গাটা প্রায় নিশ্চিত, পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ডাইল ফেলুকোয়াইয়ো’র। দর্শক ইংল্যান্ড বিশ্বকাপে কেমন হতে পারে প্রোটিয়াদের সম্ভাব্য দল তাই থাকছে আমাদের এবারের প্রতিবেদনে।

চাপের মুহূর্তে ভেঙ্গে পড়া কিংবা জেতা ম্যাচ জিততে জিততে হেরে যাওয়া। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের তকমাটাই যে ‘চোকার’। যে কোন বৈশ্বিক আসরেই দোর্দন্ড প্রতাপে আবির্ভাব, কিন্তু শেষটা হয় চোখের জলে।

২০১৫ সালের মতো অতটা তারা’র ছড়াছড়ি না থাকলেও বিশ্ব ক্রিকেটে সবসময়-ই ফেবারিটের তালিকায় ওপরের দিকেই থাকে প্রোটিয়াদের নাম। ব্যতিক্রম নয় এবারও। তাইতো সবার আগ্রহের কেন্দ্রবিন্দু, কেমন হতে পারে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের স্কোয়াড। তবে সেখানে বড় চমক থাকতে পারে নির্ভরতার অন্যতম প্রতীক হাশিম আমলার না থাকাটা। ওয়ানডে ক্যারিয়ারে প্রায় ৫০ গড়ের রানের মালিক আমলা নিজেকে হারিয়ে খুঁজছেন ২০১৮ সাল থেকেই। তাইতো কোচ ওটি গিবসনের সাফ কথা। অভিজ্ঞতা নয় গুরুত্ব দেয়া হবে পারফর্মেন্সকে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ ওটি গিবসন বলেন, দেখুন বিশ্বকাপে আমরা এমন কাউকে দলে নিতে চাইবো না যে সেরা ছন্দে নেই। অভিজ্ঞতার অবশ্যই গুরুত্ব রয়েছে, তবে আমার কাছে ফর্মটাই শেষ কথা।

শেষ পর্যন্ত আমলা না থাকলে কপাল খুলবে এইডেন মার্করামের। এবারের প্রোটিয়া ঘরোয়া লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক মার্করাম সবশেষ ৫ ম্যাচে করেছেন ৫৪২ রান।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...