পিবিএ ডেস্ক: স্প্যানিশ লা লিগায় আগামীকাল হুয়েস্কার বিপক্ষে ম্যাচে খেলবেন না মেসি। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের সঙ্গে সংঘর্ষে আঘাত পান তিনি। তার নাক দিয়ে রক্ত ঝরে এবং ফুলে যায়। পরে অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার মাঠে নামে। মেসির ইনজুরি নিয়ে স্প্যানিশ গণমাধ্যমকে বার্সা কোচ ভালভার্দে বলেন, ‘ব্যথাটা বেশ অস্বস্থিতে ফেলেছে মেসিকে। মেসি মানসিকভাবে খুব শক্ত মানুষ কিন্তু সে মারাত্মক ব্যথা পেয়েছে।’ বার্সেলোনা ক্লাব জানিয়েছে, বড় কোন কিছু হয়নি মেসির। তবে বার্সা কোচ ভালভার্দে চাচ্ছেন মেসিকে বিশ্রামে রাখতে।
সতীর্থ সার্জিও বুসকেটস বলেন, ‘এটা সত্যি অস্বস্থিকর। কিন্তু এমন অবস্থায়ও মেসি সাহসিকতা দেখিয়েছে। এবং সে তার সেরাটা খেলেছে। মেসি সবসময়ই এমনটা করে।’ চলতি লা লিগায় দ্বিতীয় স্থানের দল অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পরষ্কিার ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সা।
পিবিএ/আরআই