ইউএস বাংলার চাকা বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা

পিবিএ,ঢাকা: ফাটা চাকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করল ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান। এ তথ্য নিশ্চিত করেন ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর বিমানের চাকা ফেটে যায়। এ অবস্থায় ঝুঁকি নিয়ে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলার অভ্যন্তরীণ ফ্লাইটের বিএস–১৩৭ নম্বর বিমানটি।

ওই বিমানে থাকা আতঙ্কিত যাত্রীরা জানান, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই ফ্লাইট। চাকা ফেটে যাওয়ার খবরে মাঝ আকাশে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়।

ফ্লাইটে যাত্রী ছিলেন সুনামগঞ্জ পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। নাম প্রকাশ না করে পিবিএ’কে বলেন, ‘যানবাহনের মতো বিমানগুলোর ফিটনেস চেক করা এখন একান্ত জরুরি। শাহজালাল বিমানবন্দর থেকে ওড়ার আগেই বিকট শব্দে চাকা ফেটে যায় বিমানের। এরপরও ঝুঁকি নিয়ে সিলেট পর্যন্ত যাত্রী আনা হয়। সিলেটে অবতরণের আগে বিমানটি খুবই ঝুঁকি নিয়ে নামে। আমরা এসবের কারণ জানতে চাইলেও সংশ্লিষ্টদের কেউ কোনও সদুত্তর দিতে পারেনি। চাকা ফাটার খবরে মাঝ আকাশে বিমানে অনেক নারী ও শিশু ভয়ে কান্নাকাটি করেছেন।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় থেকে এসব বিমান চেক করার জন্য একটি কমিটি করা খুবই জরুরি। তা না হলে যে কোনও সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।’

এ ব্যাপারে সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার মুহূর্তে বিমানটির চাকা ফেটে যায়।

পিবিএ/জেআই

আরও পড়ুন...