নড়াইলে পেটের ভিতর থেকে ইয়াবা উদ্বার

পিবিএ,নড়াইল : কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা পেটের ভেতর করে এক মাদকব্যবসায়ী নড়াইল আসলে গোপন সংবাদের ভিক্তিতে (ডিবি) পুলিশের একটি টিম তাকে আটক করে। আটককৃত মাদকব্যবসায়ীর আলমগীর মল্লিক (৩৫)। সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দোহা মল্লিকপুর গ্রামের মৃত মোহাম্মদ মল্লিকের ছেলে।

কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা পেটের ভেতর করে এক মাদকব্যবসায়ী নড়াইল আসলে গোপন সংবাদের ভিক্তিতে (ডিবি) পুলিশের একটি টিম তাকে আটক করে। আটককৃত মাদকব্যবসায়ীর আলমগীর মল্লিক (৩৫)।
নড়াইল

নড়াইল পুলিশ সুপারের কাছে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে গোপন সংবাদ আসলে, তিনি নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই সেলিমকে নির্দেশ দিলে তার সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগড়া লক্ষ্মীপাশা আদর্শ স্কুলের সামনে থেকে আলমগীর মল্লিক তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় আলমগীর তার পেটের মধ্যে ইয়াবা বহনের কথা অস্বীকার করলে ১২ (এপ্রিল) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় তার পেটের মধ্যে ১৯টি পোটলা জাতীয় দ্রব্যের উপস্থিতি দেখা যায়।

এ সময় অভিজ্ঞ চিকিৎসক দ্বারা তাকে ঔষধ সেবন করিয়ে তার পেটের মধ্যে থেকে ১৯টি ইয়াবার প্যাকেট বের করা হয়। এ সময় এক হাজার পিচ ইয়াবা উদ্বার হয়।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম পিবিএ কে বলেন, বর্তমান তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রচুর পরিমাণ অপরাধী সনাক্ত করে থাকে। সে কারণে শরীরের মধ্যে মাদকদ্রব্য লুকিয়ে রেখে কোনো লাভ নেই। মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে নড়াইল জেলা পুলিশ আরো বেশি করে তথ্য-প্রযুক্তির সহায়তা নিচ্ছে ।

 

পিবিএ/এসআই /আরআই

আরও পড়ুন...