পিবিএ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আইনে কারো অসম্মতিতে বা কাউকে না জানিয়ে তার সাথে সেলফি তুললে যেতে হবে জেলে। সেইসঙ্গে জরিমানা গুণতে হবে বাংলাদেশি মুদ্রায় কোটি টাকারও বেশি। খবর খালিজ টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, কোন বিয়ে বাড়িতে বা প্রাইভেট পার্টিতে নিজের ইচ্ছে মত সেলফি তুলছেন। এজন্য আপনাকে বিপদের মধ্যে পড়তে হতে পারে। জেল এবং জরিমানা হতে পারে।
খবরে বলা হয়েছে, নিজে বা নিজেরা সেলফি তুলছেন কিন্তু সেই সেলফিতে অপরিচিত জনের ছবি চলে এসেছে, যা গোপনীয়তা লঙ্ঘনের অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য ছয় মাসের জেল এবং বাংলাদেশি টাকায় জরিমানা দিতে হবে এক কোটি টাকার ওপরে।
দেশটির এক আইনজীবী নওরা সালেহ আল হাজরি বলেন, গত তিন বছরে বিয়ে এবং প্রাইভেট পার্টিতে ‘ছবি তোলা সম্পর্কিত’ মামলার পরিমাণ অনেক বেড়েছে।
পিবিএ/এএইচ