নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দে পুণ্যস্নানে মানুষের ঢল

পিবিএ, নারায়ণগঞ্জ : সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যাস্নানের তীর্থভূমি ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে আজ শুক্রবার (১২ এপ্রিল) স্নানোৎসব শুরু হচ্ছে।হিন্দু ধর্মালম্বীদের তিথি অনুযায়ী ১২ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টা ৫মিনিট থেকে শুরু হয়ে পরদিন শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫মিনিট ২২ সেকেন্ড তিথি। পাপস্খলনের এই উৎসবে প্রতিবছর দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখো লাখো মানুষ এসে এখানে সমবেত হয়।

পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, স্নানোৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উৎসবের দুইদিন এলাকায় ১৬শ পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া ৮টি ওয়াচ টাওয়ার ও ৩৭টি সিসি টিভি ক্যামেরার মাধ্যমে ঘাট ও রাস্তা নজরদারীর আওতায় রাখা হবে। একটি টিম সিসিটিভি ক্যামেরাগুলো মনিটরিং করবে। এর জন্য একটি মনিটরিং রুম ও সাংবাদিকদের জন্য একটি রুম করা হবে। এছাড়াও চেক পোস্ট, নারী পুলিশ ও আনসার থাকবে, যাতে করে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

এফবিসিসিআইর পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, জেলা প্রশাসকের উপস্থিতিতে একটি সভা হয়েছে। সেখানে জানানো হয়েছে নৌপুলিশ, ফায়ার সার্ভিস, মেডিক্যাল টিম ও মোবাইল কোর্ট টিমসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে।

পিবিএ/পিএম/জেডআই

আরও পড়ুন...