শরৎ স্মৃতি পাঠাগারের উদ্যোগে খাগড়াছড়িতে র‌্যালী

আল-মামুন,খাগড়াছড়ি: “বৈসাবী ও বাংলা নববর্ষ” উপলক্ষে শরৎ স্মৃতি পাঠাগারের উদ্যোগে খাগড়াছড়িতে র‌্যালীসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার শহরের পানখাইয়াপাড়া সড়কের শরৎ স্মৃতি পাঠাগারে আয়োজনে তিন দিনব্যাপী চিত্রাঙ্কন,দাবা,লুডুসহ খেলাদুলার আয়োজন করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক হয়ে বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন, শরৎ স্মৃতি পাঠাগারের উপদেষ্টা শাহাদাত হোসেন, সভাপতি নাজির হোসেন, সদস্য কবির হোসেন,অরিন্দম কৃষ্ণ দে ছাড়াও বর্ণিল ঐতিহ্যবাহী পোশাকে এতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও ছাত্রছাত্রীরা অংশ নেয়।

পাড়ায় পাড়ায় বিকশিত জীবন গড়তে পাঠাগার গড়ার দাবীতে নানা স্লোগানে মুখোরিত হয়ে উঠে র‌্যালী। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শরৎ স্মৃতি পাঠাগারের দায়িত্বরতরা।

পবিএি/এএইচ/হক

আরও পড়ুন...